মা তোমায় কাঁদাতে চই
ইমরান সরকার
মা’গো
আমি ঘুমাবো
তোমার
কোলে,
আমার মাথায়
হাত
বুলিয়ে
দাও
তোমার
আঁখি
দুটি
খুলে।
মা’গো ওমা
আমি কেন
তোমায়-
জাঁগাতে
পারিনা?
মাগো
তোমায়
চিৎকার
দিয়ে
ডাকতে
চাই
কান্নার
শব্দ
কি
তোমার
কানে
যায়না
কেন তুমি
সাড়া
দাওনা?
আমায় কাছে
টেনে
নাওনা?
তুমি জেগে
উঠবে
আমার চোঁখের
পানি
মুছবে
সে আশায়
বসে
আছি
মাগোমা
কেন
তোমায়
জাঁগাতে
পারিনা?
ঘরে আসতে
ইচ্ছা
হয়না।
ঘরে থাকলে-
চোঁখ ভিজে
যায়
জলে
ঘরে তুমি
নেই
বলে।
মনে হয়
এই
বুঝি
ফোন
দিলে
আর বলবে,
বাবা তুই
কৈই
খাবি ঘরে
আয়,
দিন গরিয়ে
মাস
যায়
তবু ফোন
আসেনা—
মাগো মা
আমি ঠিক মত খাবার খাইনা
চিৎকার করে চেঁচিয়ে উঠি
যখন কাপড় ঠিক মত পাইনা।
মা, কেন তুমি দুঃচিন্তা করনা?
মাগো,
কেন তোমায় কাঁদাতে পারিনা?
শিশুরাতো নিঃষ্পাপ থাকে
তাহলে কেন চলে গেলে জানিনা।
অসুস্থ হলে-
বিছানায় থাকি পরে
বাসায় ফিরি দেরি করে,
কেন তুমি দুঃচিন্তা করনা?
মাগো মা,
কেন তোমায় কাঁদাতে পারিনা?