Tuesday, 7 May 2013

মা তোমায় কাঁদাতে চই


 মা তোমায় কাঁদাতে চই
ইমরান সরকার

মাগো
আমি ঘুমাবো তোমার কোলে,
আমার মাথায় হাত বুলিয়ে দাও
তোমার আঁখি দুটি খুলে
মাগো ওমা
আমি কেন তোমায়-
জাঁগাতে পারিনা?

মাগো
তোমায় চিৎকার দিয়ে ডাকতে চাই
কান্নার শব্দ কি তোমার কানে যায়না
কেন তুমি সাড়া দাওনা?
আমায় কাছে টেনে নাওনা?
তুমি জেগে উঠবে
আমার চোঁখের পানি মুছবে
সে আশায় বসে আছি
মাগোমা কেন তোমায় জাঁগাতে পারিনা?

ঘরে আসতে ইচ্ছা হয়না
ঘরে থাকলে-
চোঁখ ভিজে যায় জলে
ঘরে তুমি নেই বলে
মনে হয় এই বুঝি ফোন দিলে
আর বলবে,
বাবা তুই কৈই
খাবি ঘরে আয়,
দিন গরিয়ে মাস যায়
তবু ফোন আসেনা
মাগো মা
আমি ঠিক মত খাবার খাইনা
চিৎকার করে চেঁচিয়ে উঠি
যখন কাপড় ঠিক মত পাইনা।
মা, কেন তুমি দুঃচিন্তা করনা?

মাগো,
কেন তোমায় কাঁদাতে পারিনা?
শিশুরাতো নিঃষ্পাপ থাকে
তাহলে কেন চলে গেলে জানিনা।
অসুস্থ হলে-
বিছানায় থাকি পরে
বাসায় ফিরি দেরি করে,
কেন তুমি দুঃচিন্তা করনা?
মাগো মা,
কেন তোমায় কাঁদাতে পারিনা?

চাই


চাই

আমার মাকে
আমার কাছে চাই।
মা বলে ডাকতে চই
মার কোলে ঘুমাতে চাই।
মাকে জড়িরে ধরতে চই
মার হাতে খেতে চাই।
মার হাত ধরে হাটতে চই
মাকে ধরে কাঁদতে চাই
মাকে কাঁদাতে চই
মাকে ধরে হাঁসতে চাই
মাকে হাঁসাতে চাই।

মিস করছি ভীষণ



মিস করছি ভীষণ
ইমরান সরকার


দোস্ত তোকে খুব মিস করছি
তাইতো ফোনটা বারবার ধরছি,
ভাবি এইবুঝি তুই ফোন দিলি।

তোর ফোন যে আর আসেনা
তাই মনে কষ্ট জমে-
মুক্ত স্রোতে আর ভাসেনা।

দিন গড়িরে মাস আসে
তবু বন্ধু তোর ফোন আসেনা
কথা বলার জন্য মন কাঁদে
দুঃখে ভরা মন আর হাঁসেনা ।

ওনেক প্রতিক্ষার পর
ফোন আমার বাজলো,
কষ্ট সব  মুছে গেল
মন আবার হাঁসলো।

আকাঁশে তাকিয়েচিৎকার করলাম
বললাম, বন্ধু আমায় ভূলেনি,
এখনো মিস করে
এখনো আমায় ভালবাসে
যায়নি কাছ থেকে সরে।
জিজ্ঞাসা করলাম-
দোস্ত তুই কেমন আছিস?
শরীর তোর ভালতো?
বললি তুই ভাল আছি ,
আরও বললি ভাল আছিস?

উত্তর দেয়ার সময়
হঠাৎ এক শব্দ হল
ঘুম আমার ভেঙ্গে গেল
আবেগ সব চলে গেল।

কিরে দোস্ত,
আমায় কি আর ফোন দিবিনা?